মোরেলগঞ্জের পঞ্চকরনে অস্ত্রেরমুখে গরু লুটের অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আগ্নেয়াস্ত্রের মুখে গরু ও ছাগল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত সন্ধা ৭টার দিকে খারইখালী গ্রামের মৃত মন্টু হাওলাদারের বাড়িতে হানা দিয়ে সশস্ত্র দুর্বত্তরা ৪টি গরু ও ১টি ছাগল নিয়ে যায়। যার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
এ ঘটনায় রবিবার একই এলাকার ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন মন্টু হাওলাদারের স্ত্রী রিনা খানম।
গরু ও ছাগল লুটের অভিযোগে রবিবার বিকেল ৪টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত বিধবা গৃহিনী রিনা বেগম।
তিনি বলেন, ‘একই গ্রামের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল খালেক কাজীর ছেলে সোহাগ ও হাসিব কাজীর নেতৃত্বে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ৪টি গরু ও ১টি ছাগল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চকরণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাওলানা আব্দুল খালেক কাজী বলেন, গরু-ছাগল লুটের কোন ঘটনাই ঘটেনি। আওয়ামী লীগের কতিপয় নেতা ও তাদের দোসরেরা আমার (খালেক মাওলানার) সুনাম ক্ষুন্ন করার জন্য পরিকল্পিতভাবে গরু ছাগল লুটের অভিযোগ সাজিয়েছে। তারা এ অভিযোগ প্রমান করতে পারবেনা।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, গরু ছাগল কেড়ে নেওয়ার ঘটনা শুনেছি। নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরু উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনা সঠিক হলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.