মোরেলগঞ্জের জিউধরায় ইফতার মাহফিলে বিএনপি নেতা কাজী শিপন  

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে ইফতার মাহফিল ও এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার আসর নামাজ বাদ জিউধরা বাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও আলোচনা সভায় করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, বিএনপি নেতা আব্দুল হালিম খোকন, ফারুক হোসেন সামাদ, বিএনপি নেতা আবজাল হোসেন জোমাদ্দার, আসাদুজ্জামান মিলন, মশিউর রহমান শফিক, উপজেলা শ্রমীক লীগের সভাপতি মো. মজনু মোল্লা, পৌর শ্রমীক লীগের সভাপতি মাসুদ খান চুন্নু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.