মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত-৩৩, পলাতক-১৫০০ কয়েদি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মোজাম্বিকের রাজধানী মাপুতোর একটি কারাগারে দাঙ্গার ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দাঙ্গার সুযোগে কারাগারের দেয়াল ভেঙ্গে দেড় হাজারেরও বেশি কয়েদি পালিয়ে গেছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল এই তথ্য জানিয়েছেন।
মূলত অক্টোবরে বিতর্কিত নির্বাচনের পর থেকে মোজাম্বিকে অস্থিরতা চলছে।
নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করে সোমবার (২৩ ডিসেম্বর) সিদ্ধান্ত জানায় মোজাম্বিকের শীর্ষ আদালত।

এর পরই অক্টোবরে অনুষ্ঠিত ওই ভোটে কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে দেশব্যাপী নতুন করে বিক্ষোভ শুরু করে বিরোধী দল ও তাদের সমর্থকরা।
আর রাজনৈতিক এই অস্থিরতার সুযোগ নিয়েই ওই কারাগারের দেয়াল ভেঙ্গে পালায় কারাবন্দিরা। তবে পলাতকদের মধ্যে প্রায় ১৫০ জনকে আবারও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।
১৯৭৫ সাল থেকে মোজাম্বিকের ক্ষমতায় রয়েছে ফ্রেলিমো দল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.