বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোংলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রিয়াজ মাল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রিয়াজ মাল ভুক্তভোগী কলেজছাত্রীর সহপাঠী।
গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কলেজছাত্রী মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বিটিসি নিউজকে জানান, ভুক্তভোগী কলেজছাত্রী মোংলা সরকারি কলেজের ছাত্রী। একই কলেজ ও বিভাগের সহপাঠী মো. রিয়াজ মাল -এর সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে ওই কলেজছাত্রী রিয়াজ মালের বাড়িতে যাতায়াত করত। সেই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন রিয়াজ।
সবশেষ বৃহস্পতিবার বিকেল ৩ টায় ভুক্তভোগীর বাড়িতে তাকে একাকি পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে মো. রিয়াজ মাল পালিয়ে যায় এবং হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোংলা থানায় মামলা করায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.