মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ৬০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বারের মূল্য ৫০ লাখ টাকা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির টহল দল বারগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
তিনি বলেন, ‘দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে বাজিতপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাজিতপুর-ঝাঝা রোডের সেতুর পূর্ব পাশে অবস্থান করেন। সেখানে দুই ব্যক্তিকে সীমান্ত সড়কের ওপর দাঁড়িয়ে কথা বলতে দেখে বিজিবির টহল দল থামতে বলে। এ সময় একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায় তারা। পরে ওই প্যাকেট খুলে পাঁচটি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় শহিদুল ইসলাম সদর থানায় মামলা করেন। সেইসঙ্গে সোনার বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দিয়েছেন।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.