মেহেরপুরে ১৩০ গ্রাম হেরোইনসহ মা-ছেলে আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের ওয়াদাপাড়া এলাকায় সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৩০ গ্রাম হেরোইনসহ মা-ছেলেকে আটক করা হয়েছে।
আজ শনিবার (৫ জুলাই) সকালে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- শহরের মিয়াপাড়া এলাকার নুরুন্নবীর স্ত্রী শিখা খাতুন (৪৫) এবং তার ছেলে জাহিদ (২৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিখা খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৬২ হাজার ৮৩০ টাকা এবং দুটি ডিজিটাল ওজন পরিমাপক নিক্তি উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় মাদক মামলার প্রধান আসামি নবী ওরফে নূর নবী (বাবা- লুৎফর রহমান) পালিয়ে যান। তিনি মিয়াপাড়ার বাসিন্দা।
পরিদর্শক বিদ্যুৎ বিহারী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মা-ছেলে হেরোইন বিক্রির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মেহেরপুর প্রতিনিধি মো. আকবর আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.