মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে সড়কে গাছ ফেলে ঘন্টাব্যাপী গণডাকাতি করে ডাকাত দল। আজ শনিবার ভোর রাতে এই গণডাকাতির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে মুজাহিদুল ইসলাম ও হাসান নামের দুজন গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সড়কে গাছ ফেলে ২০/২৫ জন ডাকাতের দল দূরপাল্লার যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও ট্রাকসহ পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় দুজন আহত হয়েছে। একই সময় ডাকাতির হাত থেকে বেঁচে পালিয়ে আসার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ডাকাতরা চলে যায়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ডাকাতি কাজে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় মেহেরপুর গোয়েন্দা পুলিশের ওসি শেখ মেজবাহ্ উদ্দিন ও গাংনী থানার ওসি বাণী ইসরাইল পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.