মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১১ 

মেহেরপুর প্রতিনিধি: নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে পুলিশের একাধিক টিম।

এর মধ্যে গাংনী থানা পুলিশ ৬ জন, সদর থানা পুলিশ ২ ও মুজিবনগর থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা জিআর, সিআর, নিয়মিত ও মাদক মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি।

মেহেরপুর পুলিশের কন্ট্রোল রুম বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিটিসি নিউজকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.