বিটিসি স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী হয়ে গেল ইন্টার মায়ামিতে। কাতালান ক্লাবটির সোনালী দিনের ৪ সেরা তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবা যুক্তরাষ্ট্রের দলটির হয়ে মাঠে নেমে পড়লেন। পুনর্মিলনীর এই ম্যাচে মায়ামি দারুণ জয়ও তুলে নিয়েছে।
সবশেষ এই ৪ তারকা ২০২০ সালের আগস্টে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছিলেন। শেষ ম্যাচটি অবশ্য দুঃস্বপ্নই ছিল। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে বার্সা হেরেছিল ৮-২ গোলে!
আজ ঘরের মাঠ চেস স্টেডিয়ামে মায়ামি মৌসুমের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেকের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। মায়ামির জয়ে গোল করেন রবার্ট টেলর ও ডিয়েগো গোমেজ। দুটি গোলেই সহায়তা করেন মেসি।
মায়ামির হয়ে আজ প্রথমবার প্রতিযোগতিমূলক ম্যাচে সুয়ারেজ মাঠে নামেন। তাদের একসঙ্গে খেলার নতুন পালাও শুরু হলো। এর আগে গত মৌসুমেই মেসি, বুসকেতস ও আলবা মায়ামিতে নাম লিখিয়েছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.