মেয়ে ফুটবলারদের বেতন সমস্যা সমাধানে শিগগির ঘোষণা : প্রেস সচিব

 

ঢাকা প্রতিনিধি: নেপালে দশরথ রঙ্গশালা ফুটবল স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। ফুটবলে ছেলেদের পেছনে ফেলেছেন সাবিনা খাতুনরা। অথচ গত কয়েক বছরে বাফুফে যে সাফল্যের বড়াই করে তা শুধুই মেয়েদের কারণেই। অথচ এই সোনার মেয়েদের ভাগ্যে জোটে না মূল্যায়ন। দুই মাস ধরে বকেয়া রয়েছে প্রাপ্য বেতনও। এমনকি ক্রিকেটাররা যে সুযোগ সুবিধা পান, তার ধারে কাছেও নেই মেয়ে ফুটবলাররা।
মেয়ে ও ছেলেদের বেতনের বৈষম্য নিয়ে কেবিনেটে কথা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সঙ্গে আলাপ আলোচনা করে সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দুই মাস সাফজয়ী মেয়েদের বেতন না হওয়া প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আজ কেবিনেটে মেয়ে ফুটবলারদের ধন্যবাদ জানানো হয়েছে। কিছু কিছু পত্রিকা বলছে দুই মাস বেতন পাচ্ছেন না তারা। এটা সালাউদ্দিনের আমলের সমস্যা। তবে আমরা দ্রুত সমাধান চাচ্ছি। মেয়েদের বেতন নিয়মিত হওয়ার বিষয়ে একটা ঘোষণা আপনারা পাবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.