কলকাতা (ভারত) প্রতিনিধি: দীর্ঘ কুড়িমাস করোনা আবহয়ে মেট্রোতে টোকেন টিকিট সিস্টেম বন্ধ ছিল। পরিবর্তে যাঁদের স্মার্ট কার্ড আছে একমাত্র তাঁরাই যাতায়াত করতে পারতেন।
আগামী বৃহস্পতিবার ২৫শে নভেম্বর থেকে আবার টোকেন ব্যবস্থা চালু হতে চলেছে।
এ ব্যাপারে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিকের দাবি, টোকেন চালু হলে আগামী দিনে যাত্রী সংখ্যাও অনেক বাড়বে। আগে রেগুলার বেসিসে প্রায় সাত আট লক্ষ দৈনিক যাত্রী মেট্রোয় যাতায়াত করত। এখন তা কমে অর্ধেকেরও কম।
তাছাড়া স্মার্ট কার্ডের বর্তমানে সিকিউরিটিজ বেড়ে হয়েছে ১২০টাকা। যার মধ্যে ৮০টাকা সিকিউরিটিজ হিসেবে জমা থাকবে বাকি ৪০টাকায় যাত্রীরা যাতায়াত করতে পারবেন। কিন্তু নতুন এই ব্যবস্থায় অনেকেই মুখ ফিরিয়ে নিয়ে সিকিউরিটিজ তুলে নিয়ে বাস বা অটোতে যাতায়াত করছেন। টোকেন চালু হলে যাত্রীদের যেমন দরকার মেট্রোর সুবিধে নিতে পারবেন। যাঁদের দরকার দু-এক বারের জন্য টোকেন নিয়ে যাতায়াত করতে পারবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.