BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (১ নভেম্বর) শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে। ‘ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত দেশটি।

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ‘দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।’

রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস বলেন, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেয়ার কারণে।
 
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমি এক্সে দেয়া শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।
 
সোনোরা রেডক্রস জানিয়েছে, উদ্ধারকাজে তাদের ৪০ জন কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নিয়েছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়।
 
আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় সংবাদমাধ্যম বৈদ্যুতিক ত্রুটিজনিত হতে পারে বলে ধারণা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় ডিসকাউন্ট চেইন ‘ওয়াল্ডো’স’-এর ওই দোকানটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না।
 
হার্মোসিলোর ফায়ার সার্ভিস প্রধান জানান, ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটেছিল কিনা, তা নিয়েও তদন্ত চলছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা ওজন কমাতে ওজেম্পিক গুঞ্জন : ক্ষুব্ধ তামান্না ভাটিয়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩ ব্রাহ্মণবাড়িয়ায় ডাবল মার্ডারের মূল হোতাসহ গ্রেফতার-২ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নির্বাচনী ট্রাক চলমান, এটা রোধ করার ক্ষমতা কারো নাই : মিলন পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়