মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার এক্সপ্রেসওয়ের কেওটখালি এলাকায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও আহত হয়েছে অন্তত পাঁচজন।
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক আইল্যান্ডে ধাক্কা লাগলে ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকার ঢাকামুখি লেনে দ্রুতগামী দোলা নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা দিলে ওই দূর্ঘটনা ঘটে। এতে ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন বিটিসি নিউজকে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৭ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকি নিহত দুইজনকে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। পরে স্বজনরা খবর পেলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন জানিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.