মুন্সীগঞ্জে আন্দোলনকারী-আওয়ামী লীগ সংঘর্ষ, নিহত-২, আহত-২০

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন চলাকালে শিক্ষার্থী, পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
আজ রবিবার বেলা ১১টায় শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. আবু হেনা মোহাম্মদ জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাদের নামপরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। নিহত দুজনই পুরুষ এবং তারা পেশায় শ্রমিক। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে। জরুরি বিভাগে ২০ জনের বেশি আহত মানুষ এসেছেন।’
মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, ‘হতাহতের সংখ্যা এখনো বলতে পারছি না। তবে পুলিশ কোনো গুলি চালায়নি।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারাদেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. সোহেল চৌধুরী সোহেল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.