মুখে কালো কাপড় বেঁধে নয়াপল্টনে বিএনপি’র মানববন্ধন

ঢাকা প্রতিনিধি: গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে ঢাকা মহানগর বিএনপি। বুধবার (৩০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখান থেকে সরে এসে তারা মানববন্ধন করেন। রাজধানীতে মৌন মিছিল না করতে পারলেও দেশের অন্যান্য জেলায় মৌন মিছিল করে বিএনপি।
ঢাকার মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘এই সরকারকে একটি প্রশ্ন করে চাই, কালের ক্রন্দন ধ্বনি কি শুনেতে পান? আজ সরকারকে জবাব দিতে হবে, না হলে এই কালের ক্রন্দনের তীব্রতায়, এই কান্নার বন্যায় আজকের স্বৈরাচারী সরকার ভেসে যাবে।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.