ঢাকাপ্রতিনিধি: রামপুরা টিভি রোড বিভিন্ন লোকেশোনে শুটিং চলছে ‘অভাগা স্বামী’। রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় নাটকে অভিনয় করছেন মেঘলা অন্তরা, তন্ময় বিশ্বাস, মুন্না, রাজিব সহ আরো অনেকে। ডিওপি- ঐশ্বর্য জাহিদ। ফ্লীম মেকার প্রডাকশন এর কাজ এটি।
পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বিটিসি নিউজকেবলেন, আমার এই কাজটি দেখে দর্শকরা নিরাশ হবে না। দর্শকদের কথা মাথায় রেখে আমি এটি নির্মান করে যাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোযা করবেন। যাতে করে আপনাদের আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি।
অভিনেত্রী মেঘলা অন্তরা বিটিসি নিউজকে জানান, আমাদের এই কাজ সবার খুব ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলে আমাদের কাজের স্বার্থকতা বাড়বে। আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেনো আরো বেশী বেশী কাজ আপনাদের উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.