মুক্তাগাছায় ৪০ কেজি গাঁজা জব্দ করলো বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় বৈষম্যবিরোধী আন্দোলনের দায়িত্বে থাকা ছাত্ররা দশ প্যাকেট গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে ময়মনসিংহ-উত্তরবঙ্গ সড়কের মুক্তাগাছা পূবালী ব্যাংকের সামনে থেকে গাঁজাবাহী একটি প্রাইভেটকার ও এর বহনকারী রুকনুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় প্রায় ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
ছাত্ররা গাঁজা আটকের পর ডিউটিরত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ টিমকে খবর দেয়। ঘটনাস্থলে এসে তারা গাঁজাসহ আটক ব্যক্তিকে মুক্তাগাছা থানায় সোপর্দ করেন।
আটক রুকনুজ্জামান জামালপুর জেলার সদর উপজেলার বাশচড়া এলাকার বাসিন্দা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.