ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিকের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের।
উপজেলার ব্যস্ততম পৌর শহরের এলাকার থানা গেট, প্রেসক্লাব গেট, পৌর মার্কেটসহ কয়েকটি পয়েন্টে ট্রাফিকের সহযোগিতায় ছাত্রদলের নেতাকর্মীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
দায়িত্বে রয়েছেন- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজান,মুক্তাগাছা সরকারি শহীদ স্মৃতি কলেজ ছাত্রদল নেতা ইমরান সরকার ও আবদুল্লাহ আল-মামুন লিমন এবং মুক্তাগাছা উপজেলা নবীন দলের সদস্য সচিব সীমান্তসহ আজিজুল হাকিম আজিজ, আফ্রিদি হাসান মানিক প্রমুখ।
মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন মোল্লা বলেন, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাড়ির টানে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটিতে ঘরমুখো হচ্ছে কর্মজীবী মানুষ। অন্যদিকে বিভিন্ন অঞ্চল থেকে কুরবানির পশু পরিবহণ হচ্ছে রাস্তায়। এতে রাস্তায় পরিবহনের চাপ বৃদ্ধি পাচ্ছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন পুলিশ। ট্রাফিক পুলিশের সহযোগিতা করছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাহাবুবুল আলম কাজী রিপন বলেন, প্রতিটি ঈদে ঘরে ফেরা মুক্তাগাছার মানুষদের যানজটে নাকাল হতে হয়। যানজট মুক্ত করতেই ছাত্রদল ও যুবদল মাঠে কাজ করছে; যা চলমান থাকবে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিটিসি নিউজকে জানান, ঈদ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট মুক্ত করতে কাজ করছে পুলিশ। পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও যানজট নিরসনে সহযোগিতা করছেন। সব মিলিয়ে ঈদে ঘরে ফেরা মানুষের স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে কাজ করছে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.