মিসর থেকে ২০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলো গাজায়

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিসর থেকে ত্রাণবাহী ট্রাক রোববার ইসরায়েল নিয়ন্ত্রিত কেরাম শালোম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করেছে। মিসরের দিক থেকে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রান সামগ্রী নিয়ে মোট ২শ’ ট্রাক প্রবেশ করেছে। খবর এএফপি’র।
ইসরায়েল মে মাসের শুরুর দিকে ওই ক্রসিং থেকে টার্মিনালের ফিলিস্তিনি কেরেম শালোম ক্রসিংয়ের দক্ষিণের প্রায় ৪ কিলোমিটার দখল করে, ওই পথ বন্ধ করে দেয়।
ইতোপূর্বে মিসর বলেছিল, যতদিন ওই এলাকা ইসরায়েলি সৈন্যদের নিযন্ত্রণে থাকবে, ততদিন পর্যন্ত রাফাহ দিয়ে তারা সাহায্য পাঠাবে না। তবে শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ফোনালাপে গাজার দক্ষিণের অপর প্রবেশপথ কেরেম শালোম দিয়ে সাহায্য পাঠাতে সম্মত হন।
অবরুদ্ধ গাজা পরিদর্শনে কতগুলো ট্রাক পাঠানো হবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি আল-কাহেরা নিউজ। তবে ‘চারটি জ্বালানি ট্রাক’ ইতোমধ্যেই সীমান্ত অতিক্রম করে হাসপাতালের দিকে চলে গেছে বলে জানিয়েছে।
মিসর থেকে আসা সমস্ত সাহায্য ইসরায়েলি কর্তৃপক্ষ পরিদর্শন করে এবং জাতিসংঘের মাধ্যমে তা বিতরণ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.