মিয়ানমার থেকে আসা অস্ত্র-গুলি ও ৫৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার থেকে আসা কক্সবাজারের টেকনাফে উপকূলবর্তী এলাকায় অভিযান চালিয়ে গুলিসহ চারটি বিদেশি পিস্তল ও ৫৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদার বিলের ইমাম হোসেনের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।
এদিন রাত ৯টায় টেকনাফ জোন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরু উল্লাহ কাজল।
 এ বিষয়ে চট্রগ্রামের বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি মাদক কারবারি চক্র মিয়ানমার থেকে ইয়াবা ও অস্ত্রের চালান এনে স্থানীয় এক বাড়িতে মজুত রেখেছে। পরে অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১৪১ রাউন্ড গুলি, ৫৩ হাজার পিস ইয়াবা ও সন্দেহজনক ৭০০ গ্রাম মাদক উদ্ধার করা হয়।
তিনি জানান, দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নে বিশাল একটি সিন্ডিকেট মিয়ানমার থেকে ইয়াবা ও অস্ত্র এনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। দীর্ঘদিন গোয়েন্দারদের মাধ্যমে নজর দাড়ি রেখে ইয়াবা, অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়। এসব মামলায় আব্দুল্লাহকে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে এবং অতি শিগ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘মূলত মাদক কারবারিরা শক্তি প্রয়োগ করতে মিয়ানমার থেকে মাদকের সাথে অস্ত্রের চালান মজুদ করছে। অস্ত্রগুলো সামনে নির্বাচনে ব্যবহার করতে মজুদ করছে বলেও ধারনা করছি। আমরা কোন অস্ত্র-মাদককারবারিকে ছাড় দিচ্ছি না। এ ঘটনার পেছনে আরও যারা জড়িত তাদের খোঁজে বের করতে তদন্ত চলছে।
এ সময় উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তাফা, পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.