মালির ওপর নিষেধাজ্ঞা প্রস্তাবে রাশিয়ার ভেটো

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সেনা শাসিত মালির ওপর নিষেধাজ্ঞা বিষয়ক জাতিসংঘ প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে। নিষেধাজ্ঞা সম্বলিত প্রস্তাবটির মেয়াদ একবছর বাড়ানোর উদ্যোগ নেয়ার এই চেষ্টার পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১৩ সদস্যই ভোট দেয়। রাশিয়া প্রস্তাবে ভেটো দেয়। আর চীন ভোটদানে বিরত থাকে।
মালির ঔপনেবেশিক শাসক ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবের মেয়াদ বাড়ানোর এই উদ্যোগ নেয়। প্রস্তাবটির মেয়াদ চলতি সপ্তাহে শেষ হবে।
এতে মালির ওপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে সেখানে অবস্থানরত জাতিসংঘ বিশেষজ্ঞ দলকে রাখার কথা বলা হয়েছে। এই বিশেষজ্ঞ দল অভিযোগ করেছে, মালির বাহিনী ও তাদের বিদেশী নিরাপত্তা অংশীদাররা জনগণের ওপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে।
এই বিদেশী নিরাপত্তা অংশীদার মূলত রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারকেই বুঝানো হয়েছে।
পশ্চিমা শক্তিসমূহ বলছে, এই অভিযোগের কারণে রাশিয়া প্রতিশোধ হিসেবে প্রস্তাবে ভেটো দিয়েছে।
রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, দীর্ঘ দিনের অশান্ত সাহেল অঞ্চলের দেশটিতে শান্তি চুক্তির সমর্থনে ২০১৭ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই নিষেধাজ্ঞা নিয়ে মূলত কাজ করা গুরুত্বপূর্ণ।
এদিকে মার্কিন দূত রবার্ট উড বলেছেন, বিশেষজ্ঞ দিয়ে পর্যবেক্ষণ ছাড়া পুরো নিষেধাজ্ঞা প্রচেষ্টা অকার্যকর হয়ে পড়বে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.