মালয়েশিয়ায় বন্যায় বাস্তুচ্যুত ১ লাখের বেশি মানুষ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নৌকায় সামান্য কিছু খাবার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এক যুবক। বন্যায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন তিনিও। মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে অবিরাম বর্ষণে সৃষ্ট ব্যাপক বন্যার কারণে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির দুর্যোগ কর্মকর্তারা শনিবার এ কথা জানিয়েছেন।
দেশের চলমান এই প্রাকৃতিক দুর্যোগ ২০১৪ সালের ভয়াঙ্কর বন্যা পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে। ভারি বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগ কর্মকর্তারা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন। চলমান প্রাকৃতিক দুর্যোগে কেলান্তান, তেরেঙ্গানু ও সারাওয়াক অঞ্চলে চারজনের মৃত্যু হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুসারে, কেলান্তান রাজ্যে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্যটির ৬৩ শতাংশ বা এক লাখ ২২ হাজার ৬৩১ জন বাস্তুচ্যুত হয়েছেন। তেরেঙ্গানুতে প্রায় ৩৫ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরো সাতটি রাজ্য থেকে বাস্তুচ্যুতির খবর পাওয়া গেছে।
চলতি সপ্তাহের প্রথমে শুরু হওয়া ভারি বর্ষণের কারণে কেলান্তানের পাসির পুতেহ ব্যাপক বন্যার সৃষ্টি হয়। ওই শহরে লোকজনকে কোমর-পানিতে রাস্তা দিয়ে হাঁটতে দেখা যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.