মানিকগঞ্জে যমুনার গর্ভে বিলীন তিন তলা স্কুল ভবন

মানিকগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর অব্যাহত ভাঙনের মুখে পড়ে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন।
রোববার (৮ জুন) স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি মানিকগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম এ বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দুপুরের দিকে তিনতলা বিশিষ্ট স্কুলের ভবনটি নদীতে বিলীন হয়ে যায়।
বাচামাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ওয়াজেদ আলী সরকার বিটিসি নিউজকে জানান, গত কয়েকদিন ধরে যমুনা নদীর ভাঙনের মুখে পড়ে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। প্রথম দিকে স্কুলের একটি অংশ নদীগর্ভে ডেবে যায়। পরে শনিবার দুপুরের দিকে ভবনের বাকি অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভবনের ভিতর থাকা চেয়ার টেবিলসহ কিছু আসবাবপত্র বাইরে বের করা গেলেও অন্য কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বিটিসি নিউজকে জানান, খবর পাওয়ার পর শুক্রবার তাৎণিকভাবে বিদ্যালয় ভবন পরিদর্শন করতে স্থানীয় প্রকৌশলীকে পাঠানো হয়। কিন্তু শনিবার দিন জানতে পারি ভবনটি সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.