মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থান কাপড়, চকলেট ও কসমেটিকস পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়ন। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে থামতে সিগন্যাল দেওয়া হয়। চালক কাভার্ডভ্যানটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়।
পরে বিজিবি কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১ হাজার পিস শাড়ি, ৮ হাজার ২৬৭ মিটার থান কাপড়, সোফার কাপড় ৮শ ৬০ মিটার, বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫ হাজার পিস ক্রিম, পারফিউম ৪১২ পিস, বেবি লোশন ৩৬০ পিস ও কিটকাট চকলেট ২১ হাজার ৮৮০ পিস জব্দ করে।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বিজিবি ৫৫ এর একটি টিম অভিযান চালায়। অভিযানে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্য জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.