বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ‘মাতৃভূমি রক্ষায়’ আংশিক সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দেওয়া তার এই নির্দেশের বাস্তবায়ন এদিন থেকেই কার্যকর হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘মুক্ত করা ভূখণ্ডের’ মানুষকে রক্ষার জন্য জরুরি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাই আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আংশিক সেনা সমাবেশে সম্মত হতে বলেছি। এ সংক্রান্ত ডিক্রিটি ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়েছে এবং আজ থেকেই এটি শুরু হবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, যেসব নাগরিক এ সিদ্ধান্তের আলোকে সংগঠিত হবে তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের মতো মর্যাদা দেওয়া হবে।
তিনি বলেন, ‘দেশের অখণ্ডতা হুমকির মধ্যে পড়লে রাশিয়া এবং এর জনগণকে রক্ষার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেবো। যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায়, তাদের জানা উচিত যে, পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। এটা কোনও ফাঁকা বুলি নয়।’
ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমারা চায় না রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি বজায় থাকুক। নিজেদের এমন মনোভাবের প্রমাণ দিয়েছে তারা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.