মাইজভান্ডার দরবার শরীফে জ্যৈষ্ঠ মাসের ফল ফাতেহা শরীফ ও মাসিক মাহফিল ০৯ জৈষ্ঠ ২৩ মে বৃহস্পতিবার

চট্টগ্রাম ব্যুরো: আগামী ৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বাংলা, ২৩ মে বৃহস্পতিবার , বাদ আসর দরবারে গাউছুলআজম মাইজভান্ডারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর যৌথ ব্যবস্হাপনায় মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন দরবারে গাউছুলআজম, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী মহামান্য সভাপতি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে বরহক আলহাজ্ব শাহ সুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (মঃ)র নির্দেশক্রমে ও ছদারতে প্রতিবছরের ন্যায় “জৈষ্ঠ মাসের ফল ফাতেহা শরীফ ও মাসিক মাহফিল” যথাযোগ্য মর্যাদা গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, জেলা সমন্বয় কমিটি, শাখা ও দায়রার সকল খাদেমান, গোলামান, আশেকে গাউছে মাইজভান্ডারীদের কে যথাসময়ে আদব সহকারে উপস্থিত হয়ে গাউসুলআজম মাইজভান্ডারীর ফয়েজ,রহমত হাসিলের জন্য বিনীতভাবে আহবান করছি।
অনুষ্ঠানসূচি: বাদ মাগরিব – হয়রত গাউসুলআজম মাইজভান্ডারীর রওজা শরীফে মিলাদ, তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ মোনাজাত।
বাদ এশা – হযরত গাউছুলআজম মাইজভান্ডারীর পবিত্র রওজা পাকে মহামান্য আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারীর ছদারতে মিলাদ, তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ, মোনাজাত ও জিয়ারতে তাওয়াফ। এবং গাউসুল আজম মাইজভান্ডারী আনুগত্য দোয়ার মেহরাব হতে মাইজভাণ্ডারী তরিকা তরতীব অনুযায়ী সামা মাহফিল অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.