ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে তিন হাজার ১৯১ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার বেলের মাঠ এলাকা থেকে মালিকবিহীন এসব ফেন্সিডিল জব্দ করা হয়।
এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা।
বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মহেশপুর থানার বেলের মাঠ এলাকা থেকে ট্রাকে করে ফেন্সিডিল পাচার হবে এমন গোপন খবরে আজ ভোর ৫টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে যায়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে, ঘটনাস্থল তল্লাশি করে ১৫টি প্লাস্টিকের সাদা বস্তা থেকে তিন হাজার ১৯১ বোতল ফেন্সিডিলি জব্দ করা হয়।
লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বিটিসি নিউজকে বলেন, ‘জব্দকৃত ফেন্সিডিল মহেশপুর থানায় জমা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.