বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজের ৫ ঘন্টা পর লাশ উদ্ধার হয়েছে। নিহত কলেজ ছাত্র চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মাসুদ রানা (২১)। নিহত মাসুদ রানা রাজশাহীর তেরখাদিয়ার বাসিন্দা।
সোমবার বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাট এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল।
দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায়, বিকেল ৪টায় মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আহত অবস্থায় স্থানীয়রা আরেক স্কুলছাত্র তালেবকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তালেব।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইনচার্জ মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ জন ছাত্র একসঙ্গে গোসল করতে নামে। বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাটে গোসল করতে নামে, পরবর্তীতে পানিতে ভাসতে ভাসতে মহানন্দা ব্রিজ পার হয়ে এসে দুইজন উঠতে পারলেও অপর একজন পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিদল ৫ ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.