বিটিসি বিজ্ঞান–প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল বিজ্ঞানী অবশেষে মহাকাশ থেকে আসা সংকেতের রহস্য উন্মোচনের দাবি করেছেন ।
এর আগে ২০২২ সালে রেডিও টেলিস্কোপের মাধ্যমে পৃথিবী থেকে প্রায় ২০ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি থেকে আসা শক্তিশালী বিস্ফোরণের সংকেত শনাক্ত করা হয়েছিল। বিস্ফোরণটি মাত্র কয়েক মিলিসেকেন্ড স্থায়ী হলেও পুরো ছায়াপথে ছড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট শক্তি ছিল সেই সংকেতে।
গ্যালাক্সি থেকে আসা শক্তিশালী বিস্ফোরণের সংকেতের বেশ কিছু রহস্য নতুন করে উন্মোচনের দাবি করেছেন এমআইটির বিজ্ঞানীরা। তাঁদের দাবি, এ ধরনের সংকেত দ্রুত রেডিও বিস্ফোরণ বা এফআরবি নামে পরিচিত। ঘূর্ণনশীল নিউট্রন নক্ষত্রের খুব কাছাকাছি কোনো ছোট এলাকা থেকে উদ্ভূত হয়েছে সেই সংকেত। ধারণা করা হচ্ছে, ম্যাগনেটোস্ফিয়ার নামে পরিচিত তারকার চারপাশের শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্রের স্তর থেকে উৎপন্ন হয়েছে সংকেতটি।
মহাকাশ থেকে আসা রহস্যময় সংকেতের বিষয়ে বিজ্ঞানী কিয়োশি মাসুই বলেন, ‘উচ্চ চুম্বকীয় নিউট্রন নক্ষত্রের চারপাশ ম্যাগনেটার নামে পরিচিত। সেখানে পরমাণু থাকতে পারে না, চৌম্বকক্ষেত্র দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায় পরমাণু। আমরা দেখতে পাচ্ছি, উৎসের কাছাকাছি সেই চৌম্বকক্ষেত্রের মধ্যে সঞ্চিত শক্তি এমনভাবে ছড়িয়ে পড়ে, যা রেডিও তরঙ্গ হিসেবে মহাবিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলছে।’
আমাদের সূর্যের আকারের প্রায় ৭ থেকে ১৯ গুণ ভরের একটি তারা সুপারনোভাতে বিস্ফোরিত হলে সাধারণত নিউট্রন তারা তৈরি হয়। পৃথিবীর নিজস্ব গ্যালাক্সি থেকে ৮০০ কোটি আলোকবর্ষ দূরে ঘটা তীব্র বিস্ফোরণও শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.