মহাকাশে চীনের নতুন ৬ স্যাটেলাইট

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশে একদিনে ছয়টি নতুন স্যাটেলাইট পাঠিয়েছে চীন। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এসব স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুক্রবার ছয়টি নতুন উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন।
জিলিন-১ কুয়ানফু ০২বি ০১-০৬ স্যাটেলাইটটি বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১২টা ১১ মিনিটে উৎক্ষেপণ করা হয়।
একটি লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের সাহায্যে স্যাটেলাইটগুলো পূর্বনির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করে।
এই উৎক্ষেপণ ছিল লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৩৬তম ফ্লাইট মিশন।
এর আগে গত আগস্টের প্রথম সপ্তাহে সফলভাবে ছিয়ানফান পোলার অরবিট-০১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল চীন। তারও আগে জুলাইয়েও স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল চীন। চংসিং-৩এ নামের নতুন যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.