বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার ঘটনায় ১১ জনকে আটক করেছে রুশ গোয়েন্দা সংস্থা। সন্ত্রাসীদের অন্য সহযোগীদের চিহ্নিত করে হামলার সব পরিস্থিতি উদঘাটনের কাজও চলছে।
ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতায় ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় সরাসরি অংশ নেওয়া চার সন্ত্রাসীসহ ১১ জনকে আটক করা হয়েছে।
এফএসবি জানিয়েছে, শুক্রবার রাতে হামলা চালানোর পর হামলাকারীরা গাড়িতে করে পালানোর চেষ্টা করে। তারা রাশিয়া-ইউক্রেন সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছিল।
সংস্থাটির মতে, নিরাপত্তা বাহিনী এবং পুলিশের সুসমন্বিত পদক্ষেপের ফলে কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চল থেকে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের এখন মস্কোতে স্থানান্তর করা হচ্ছে।
এদিকে, সবশেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।
স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে ঢুকে বন্দুকধারীরা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারীরা গুলির পাশাপাশি বিস্ফোরকও ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়ে হলের ছাদ। আকস্মিক এমন ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.