ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

 

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২৭) নামে শীর্ষ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ইলিয়াছ মিয়া ও রানাউল ইসলাম আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জের চর পুলিয়ামারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন স্থানীয় চর কালিবাড়ি এলাকার সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।

বিটিসি নিউজ ময়মনসিংহ প্রতিনিধিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল জানান, চর পুলিয়ামারি এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে।

এক পর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে উদ্ধার করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সুমনের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে বলে জানান তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.