ময়মনসিংহে অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে অস্ত্রসহ ছাত্রদল নেতা বুলবুল আহমেদ সজীবকে (৩০) গ্রেপ্তারের পর ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ। এর আগে সোমবার সন্ধ্যায় নগরীর বলাশপুর মরাখলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক বুলবুল আহম্মেদ সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, সজীবকে ধরার জন্য সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই সময় মো. বুলবুল আহমেদকে আটক করা হয়। উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। বুলবুল আহমেদ ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন পুলিশের কাছে এমনটি দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা এম এম মোহাইমেনুর রশিদ জানান, অস্ত্রসহ বুলবুল আহমেদকে ঘটনাস্থল থেকে গাড়িতে তোলার সময় তার আত্মীয় স্বজনসহ ২০০ থেকে ২৫০ সমর্থক ডিবি পুলিশের মাইক্রোবাস আটকে আক্রমণ করেন। ওই সময় বুলবুল আহমেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল সেখানে গেলে উত্তেজিত লোকজন দা ও লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হন। এ সময় দুটি মাইক্রোবাসে ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করা হয়। অভিযানে থাকা এসআই রফিকুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুরে সজীবকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ (রবিন)। তিনি বলেন, ‘অস্ত্রসহ গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কমিটি তাকে পদ থেকে বহিষ্কার করেছে। মঙ্গলবার দুপুরে এ–সংক্রান্ত একটি চিঠি আমার কাছে এসে পৌঁছেছে। ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।’
জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বিটিসি নিউজকে বলেন, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। তাছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পৃথক আরও একটি মামলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.