মধ্যরাতে আমিনবাজারে বিএনপি’র সমাবেশের মঞ্চ ভাঙচুর
সাভার প্রতিনিধি: সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুটি সমাবেশ রয়েছে বিএনপির। এর একটি বিকেল ৩টায় ধোলাইখালে হবে। অপরটি দুপুর আড়াইটায় আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে হওয়ার কথা থাকলেও রাতে সমাবেশের মঞ্চ ভাঙচুর করা হয়েছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিএনপি সূত্র এ তথ্য জানিয়েছে।
সাভার থানার ওসি ফোর্স নিয়ে মঞ্চ ভাংচুর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়।
তিনি বলেন, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম- রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। ওসি বলেন আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।
আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছেন নিপুণ রায়। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করবো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.