ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মো. আশিক হোসেন (২০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) ভোরে উপজেলার মাঝিবাড়ি গোল্ডেন জুট মিলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আশিক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার প্রতাবপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মোঃ রাজিব হোসেন জানান, ভোরের দিকে গোল্ডেন জুট মিলের সামনে ঢাকা থেকে মাগুরা গামী মুরগির ফিড বুঝায় একটি ট্রাক (ঢাকা মেট্রো -ট-১৩-৫৩৫৬) নিয়ন্ত্রন হারিয়ে রেন্ট্রি গাছ ও বিদ্যুতের খুটির সাথে মেরে দিলে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার নিহত হন। খবর পেয়ে ঘটনা স্থলে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও মধুখালী ফায়ারসার্ভিস সেখানে উপস্থিত হয়।
মধুখালী ফায়ারসার্ভিস লিডার কামাল শেখ বিটিসি নিউজকে বলেন, আমরা মৃত অবস্থায় ট্রাক ড্রাইভারকে নিচে নামিয়ে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। দুর্ঘটনাকবলিত ট্রাক ও লাস করিমপুর হাইওয়ে থানার অধীনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.