চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরের মতলব উত্তরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বদরপুর শাহ সোলাইমান লোংটার মেলার কাছে লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে একটি যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এসময় ৫০০ গ্রাম গাঁজা, দুটি মুঠোফোন, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, মাদক সেবনের ৩৪ ফিল্টার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তাছাড়া মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়ন থেকে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। তবে তাদের বয়স কম ছিল। তাই মুচলেকা রেখে তাদের বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধিআলী জাকের রেজা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.