ভয়ঙ্কর সামুয়েল, চার দশকে ৯০ খুন!
বিটিসি নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৭৮ বছর বয়সী সামুয়েল লিটল চার দশকে কমপক্ষে ৯০ জন মানুষকে হত্যা করার অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছেন লুইজিয়ানা ও জর্জিয়ার তদন্তকারীরা। তারা এসমব মানুষকে খুনের রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছিলেন। সেই তদন্তে আস্তে আস্তে বেরিয়ে আসে সামুয়েলের নাম। বর্তমানে সে তিনটি খুনের অভিযোগে ক্যালিফোর্নিয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, লুইজিয়ানার হোমা এলাকায় দু‘টি হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছে সামুয়েল। ওই দুটি হত্যাকাণ্ডের একটি শিকার হয়েছিলেন ডরোথি রিচার্ড (৫৯)। তাকে ১৯৮২ সালে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজন হলেন ডেইজি ম্যাগিউরে (৪০)। দ্বিতীয় জনের মৃতদেহ পাওয়া যায় ১৯৯৬ সালে। লুইজিয়ানাতে অন্য যেসব হত্যাকাণ্ড হয়েছে তার দায়ও স্বীকার করে নিয়েছে সামুয়েল লিটল।
তারপরও পুলিশ এসব হত্যাকাণ্ড নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। কয়েক দশক ধরে জর্জিয়ার ওই দুই নারী হত্যার তদন্ত চলছিল। অবশেষে তার দায় সামুয়েল শিকার হয়ে নেয়ায় এর অবসান হলো। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.