ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাত যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চর সামাইয়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা যায়, গোপন খবর পেয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে চর সামাইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিয়াজি বাড়ি ও পালোয়ান বাড়িতে অভিযান চালায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথদল। এ সময় সন্ত্রাসী বাহিনীর প্রধান মিজানুর রহমান মিয়াজিসহ তার ৭ সহযোগীকে আটক করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫টি দেশি অস্ত্র ও আটটি কাঠের বাটন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর জানান, অস্ত্র ও অন্যান্য আলামতসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.