ভোলায় পিস্তল-দেশীয় অস্ত্রসহ আটক-১

 

ভোলা প্রতি‌নি‌ধি: ভোলায় একটি পিস্তল ও দুটি দেশীয় অস্ত্রসহ শামীম বকশী (শুটার শা‌মিম) (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শামীম লাল‌মোহন উপজেলার কালমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বালুরচর গ্রামের আবুল কাশেম বকশীর ছেলে।
শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় লালমোহন পৌরসভার গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিটিসি নিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় লালমোহন পৌরসভার গেইট এলাকায় শামীমকে সন্দেহজনক অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে তার কাছে তরবারি সদৃশ বগি দা ও চাকু দেখে থানায় খবর দেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক নয়ন পঞ্চায়েত।
তিনি বলেন, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে শামীমকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়িতে একটি রিভলভার আছে বলে স্বীকার করে। পরে শামীমের বসতঘর থেকে পিস্তল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লাল‌মোহন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক নয়ন পঞ্চায়েত বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.