বিশেষ প্রতিনিধি: গত শনিবার (০৮ ফেব্রুয়ারি-২০২৫) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত সদস্য মো. হানিফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজার মতো মাদকদ্রব্যাদি আটক করা হয়।
এছাড়াও বাংলাদেশ পুলিশের ব্যবহৃত এক পেয়ার ইউনিফর্ম (বরিশাল রেঞ্জের লোগো সম্মিলিত শার্ট ২টি, বেল্ট ১টি ও বুট একজোড়া), দেশীয় অস্ত্র, ১টি মোবাইল ফোন ও নগদ ২ লক্ষ ৫ শত টাকা উদ্ধার করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ী হানিফের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
উল্লেখ্য,বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।বাংলাদেশ নৌবাহিনী পরিচালকের পক্ষে উপপরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষপ্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.