টলটলে সবুজ পানিতে থাই স্লিট ব্ল্যাক ড্রেসে তার মাঝে দাঁড়িয়েই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ঋতাভরী। আর তার এ রূপে যেন মন্ত্রমুগ্ধ ভক্তরা।
সংবাদমাধ্যম অনুযায়ী,এক্স ক্লাব সাঁলোর জন্য স্পেশাল এই ফটোশুট করেছিলেন ঋতাভরী। মুক্তোর এই মালায় তাকে সাজিয়ে তুলেছেন বাবুসোনা সাহা। ছবি তুলেছেন শিলাদিত্য দত্ত।
মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। তার পর শুরু হয় টেলিভিশনের যাত্রা। আজও বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ‘ওগো বধূ সুন্দরী’ তিনি।
এখন সিনেমা বেছেই করতে ভালোবাসেন ঋতাভরী। তাই তো ‘ব্রহ্মা জানের গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’র মতো সিনেমার মাধ্যমে দর্শকদের প্রশংসা আদায় করে নেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.