ভূরুঙ্গামারীতে প্রথম ৩ জন করোনা রোগী সনাক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  এই প্রথম  কোভিড-১৯ ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে ৩ জনের শরীরে। যার মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী।

আজ বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থে‌কে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলে  ৩ জনের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, কোভিট-১৯ ভাইরাসের নমুনা পজিটিভ সনাক্তরা হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের খামার পত্র নবীশ গ্রামের আবেদ আলী (৩০), একই গ্রামের আসমা খাতুন (২৬) ও পাথরডুবী ইউনিয়নের আশরাফুল (১৬)। যারা প্রত্যেকেই ঢাকা ফেরত।

উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ভূরুঙ্গামারীতে এই প্রথম তিন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের নমুনা পজিটিভ এসেছে। আমরা রাতেই তাদের বাড়ী লক ডাউন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.