ভিয়েতনামের কাছে বিধ্বস্ত বাংলার মেয়েরা

বিটিসি স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে নিজদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ নারী ফুটবল দল। দ্বিতীয় ম্যাচেও ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হেরেছে সাবিনা-সানজিদারা।
দক্ষিণ এশিয়ায় ছড়ি ঘোরালেও বিশ্ব ফুটবলে এখনো তলানিতে পড়ে আছে বাংলাদেশের নারী ফুটবল।
ওয়েংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে প্রথম থেকেই আগ্রাসী ছিল ভিয়েতনাম। ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই বাংলাদেশের জালে প্রথম গোল করেন পম হায়। এরপর ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনগুয়েন থি। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভিয়েতনাম।
বিরতি থেকে ফিরে বাংলাদেশকে গোল বন্যায় ভাসিয়েছে ভিয়েতনাম। ৬৫ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন তান থি। ৭১ মিনিটে চতুর্থ গোল করে করেন এনগুয়েন থি। ৭৮ মিনিটে দলের হয়ে পাঁচ নাম্বার গোল করেন থাই থি থাও। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এনগুয়েন থি। এই গোলে করে ৬ গোলে এগিয়ে যায় ভিয়েতনাম।
বাংলাদেশের অবশ্য একটা গোল করেছে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে। এই গোল শুধু গোলের ব্যবধানটাই কমেছে। শেষ পর্যন্ত আর কোন গোল না হইলে ৬-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.