ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা ব্যুরো: দেশের মানুষের গর্বের মুক্তিযুদ্ধ, ত্রিশ লাখ মানুষের রক্তের মুক্তিযুদ্ধের নাম নিয়ে এই ছাত্রলীগ তাদের ফায়দা লুটতে এমন বর্বরোচিত হামলা চালিয়েছে। ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের উপর কীভাবে ছাত্রলীগ হামলা করেছে তা সারা দেশের মানুষ দেখেছে।
আমরা ছাত্রলীগের, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরু এবং তার সহকর্মীদের উপর বহিরাগত ও মুক্তমঞ্চের নেতা কর্মীদের হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
তারা আরও বলেন, আমরা ভারতের নির্যাতিত, নিপীড়িত ও মুক্তিকামী মানুষের পাশে আছি। এন আর সি শুধু ভারতের ইস্যু হতে পারে না, এটার প্রভাব শুধু বাংলাদেশে পড়বে না। এটার প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় পড়বে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মহানগরীর শিববাড়ি মোড়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের খুলনা শাখার নেতাকর্মীরা এ মানববন্ধন করেন ।
মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের খুলনা শাখার আহ্বায়ক আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের নেতা আমিনুর রহমান, তামান্না ফেরদৌস শিখা, আরিফুর রহমান, তামিম তায়েবুর, বিপ্লব, আশিক কামাল, আলিফ সবুজ ও তানভীর মনসুরসহ আরো অনেকে।
মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি),খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বি এল কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, সুন্দরবন কলেজ ও খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ভারতের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সমাবেশে ভিপি নুর বক্তৃতা করার সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা চালায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.