ভিন্ন চরিত্র নিয়ে আসছে মৌ

বিটিসি বিনোদন ডেস্ক: ঢালিউড চলচ্চিত্রের অভিনেত্রী মৌ খান। সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘বান্ধব’।
অনুপম কথাচিত্র প্রযোজিত ও সুজন বড়ুয়া পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
মৌলিক গল্পের এ সিনেমা ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন নিয়ে নির্মিত হয়েছে।
নিজের চরিত্র প্রসঙ্গে মৌ বলেন, ‘আমি কমার্শিয়াল সিনেমায় অভিনয় করে অভ্যস্ত। যার কারণে সবসময় গ্ল্যামারাস লুকেই দর্শক পেয়েছে আমাকে। কিন্তু এবার আমাকে একজন ভিন্ন লুকে দেখবে সবাই, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।
এই প্রথম ভিন্ন রকম চরিত্রে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। এ সিনেমায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে।’
নারী প্রধান চরিত্রের এক ভিন্ন রকম গল্পে অভিনয় করতে পেরে আনন্দিত এ অভিনেত্রী। ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। প্রতিনিয়ত ভালো গল্পে প্রধান চরিত্রে অভিনয় করা একজন জনপ্রিয় অভিনেত্রী হতে চান মৌ খান।
মৌ খান ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন- গাজী রাকায়েত, জয়রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে। সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদিপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.