ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় ‘গ্যারেন্স’, ঘণ্টায় ১৬৬ কিলোমিটার বেগে বাতাস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ঘণ্টায় ১৬৬ কিলোমিটার বেগে বাতাস নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভারত মহাসাগরীয় ফরাসি অঞ্চল রিইউনিয়নে আঘাত হেনেছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘গ্যারেন্স’।
ক্যাটাগরি-২ আটলান্টিক হারিকেনের সমতুল্য ‘গ্যারেন্স’ ঘূর্ণিঝড়টি পার্বত্য দ্বীপের উত্তর উপকূলে আঘাত হেনেছে।
১৯৮৯ সালের জানুয়ারিতে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘ফিরিঙ্গা’র পর মাদাগাস্কারের উপকূল থেকে প্রায় ৪০০ মাইল দূরে অবস্থিত এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হলো ‘গ্যারেন্স’।
কর্তৃপক্ষ পুরো দ্বীপের জন্য তাদের সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে। অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত, দমকা বাতাস এবং শক্তিশালী ঢেউ আঘাত হানছে।
আবহাওয়া অফিস সতর্ক করেছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার এবং বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিমি (৭.৮ ইঞ্চি) ছাড়িয়ে যেতে পারে।
শুক্রবার পর্যন্ত পরিস্থিতি বিপজ্জনক থাকবে বলে মনে করা হচ্ছে এবং শনিবার থেকে উন্নতি হতে শুরু হবে।
রিইউনিয়ন আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত আরেকটি ফরাসি অঞ্চল মায়োত্তের প্রায় ১,৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। ডিসেম্বরে ঘূর্ণিঝড় ‘চিডো’ এই দ্বীপপুঞ্জে আঘাত হানার পরে পারমাণবিক বোমার সমান ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছিল। পুরো এলাকা চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং কমপক্ষে ৩১ জন মারা যায়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঝড়ের পরে দারিদ্র্যপীড়িত অঞ্চলটি পরিদর্শন করার সময় স্থানীয়দের কাছ থেকে বিদ্রূপের মুখোমুখি হয়েছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.