বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:ভারতে একটি মোমবাতি কারখানায় আগুনের ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছেন। শুক্রবার পুনের পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় এই ঘটনা ঘটে।
পিম্পরি-চিঞ্চওয়াড় মিউনিসিপ্যাল কমিশনার শেখর সিং জানান, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তালাওয়াদে অবস্থিত কারখানাটিতে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। ওই কারখানায় স্ফুলিঙ্গ মোমবাতি তৈরি হতো, যা সাধারণত জন্মদিন উদযাপনে ব্যবহৃত হয়।
কমিশনার জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। আহতদের পুনে এবং পিম্পরি চিঞ্চওয়াড় পৌর করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.