বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে তীর্থে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রাক্টর উল্টে শিশুসহ ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) প্রদেশটির কাসগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বলা হয়েছে, ৩০ জনের একদল তীর্থযাত্রী গঙ্গাস্নানের উদ্দেশ্যে কেদারগঞ্জে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে রাজ্যের কাসগঞ্জ জেলার একটি এলাকায় তাদের বহনকারী ট্রাক্টরটি উল্টে একটি পুকুরে পড়ে যায়। এতে পানিতে ডুবে মৃত্যু হয় ২২ জনের। এরমধ্যে সাত জন শিশুও রয়েছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘কাসগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.