বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় একটি নির্মাণাধীন সেচ টানেলের সুড়ঙ্গে আটকে পড়েছে ৮ জন শ্রমিক। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের নিরাপদে উদ্ধার করার সম্ভাবনা খুব কম বলে জানা যাচ্ছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) একজন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উদ্ধার করতে না পারায় অনিশ্চিত হয়ে পড়েছে এসব শ্রমিকের ভাগ্য।
এর আগে গত শনিবার তেলেঙ্গানা রাজ্যে দুর্ঘটনাটি ঘটে। পানি ও মাটির আকস্মিক চাপে টানেলের একটি অংশ ধসে পড়ে।
রাজ্যটির পর্যটনমন্ত্রী জুপালি কৃষ্ণ রাও সাংবাদিকদের বলেন, আমি তাদের বেঁচে থাকার সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যৎ বাণী করতে পারছি না। তবে সম্ভাবনা খুব একটা ভালো নয়।
রাও বলেন, ধসের পরপরই ৪২ জন শ্রমিক সাঁতরে নিরাপদে বেরিয়ে আসেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য আটকে পড়া শ্রমিকদের ডাকাডাকি করেছেন কিন্তু কোনো সাড়া পাননি।
তিনি বলেন, উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ অপসারণের জন্য দিনরাত কাজ করছেন। আরও ১০০ মিটার পরিষ্কার করা বাকি রয়েছে। আমরা কোনো প্রচেষ্টাই কম করছি না।
ভারতে বড় অবকাঠামো নির্মাণের স্থানে দুর্ঘটনা সাধারণ ঘটনা। ২০২৩ সালে ১৭ দিনের ম্যারাথন অভিযানের মাধ্যমে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের আংশিক ধসে পড়া একটি সড়ক সুড়ঙ্গ থেকে ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.