বিটিসিআন্তর্জাতিকডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ২টা ১৫ মিনিটে প্রদেশের ঔরঙ্গাবাদ শহরের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
কারখানার শ্রমিকরা জানান, শনিবার রাতে কারখানা বন্ধ করে ভেতরে ১৩ জন ঘুমাচ্ছিলেন। এই কারণে আগুন লাগলেও তারা টের পাননি।
মোহন মুংসে নামে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, রাত ২টা ১৫ মিনিটে আমাদের আগুনের খবর দেওয়া হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, পুরো কারখানা ভবন আগুনে জ্বলছে। আমাদের দমকলকর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করে ছয় জনের মরদেহ উদ্ধার করেছে।
রোববার সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.